মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


ইতিহাস গড়ে সিরিজ জিততে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৪:৫৭

আপডেট:
২২ জুলাই ২০২৫ ২৩:৫৪

ছবি সংগৃহীত

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

এই জয়ে বাংলাদেশের সামনে দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের। বাকি দুটি ম্যাচের যে কোনো একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা।

আজ (২২ জুলাই) মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। হেরে গেলেও তৃতীয় ম্যাচে ট্রফি জয়ের সুযোগ থাকবে লিটনদের সামনে। তবে টাইগাররা নিশ্চয়ই অপেক্ষা বাড়াতে চাইবে না। ফলে এমন ম্যাচের একাদশ নিয়ে চলছে নানা জল্পনা।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। যদি কোনো ইনজুরি না থাকে তাহলে আগের ম্যাচের একাদশই আজ মাঠে নামাতে পারে বাংলাদেশ। অন্যদিকে হেরে যাওয়া পাকিস্তান দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে আগ্রাসী মনোভাবেই।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের দাপট স্পষ্ট। এখন পর্যন্ত ২৩ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকিগুলোয় জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। তবে মিরপুরে সিরিজ জয়ের এই সুযোগটা স্মরণীয় করে রাখতে মরিয়া লিটন-মুস্তাফিজরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top