ভারত সিরিজের শেষ টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড
প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ১৬:২১
আপডেট:
২৮ জুলাই ২০২৫ ২৩:২৪

ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন করে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সিরিজের শেষ টেস্টের স্কোয়াডে এই একটিই পরিবর্তন এনেছে তারা।
সর্বশেষ টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি ইংলিশ বোলাররা। অনেকটা সহজেই ব্যাটিং করেছেন ভারতের ব্যাটাররা। ম্যাচ শেষে অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছিলেন, শেষ টেস্টে তাদের নতুন বোলারের প্রয়োজন হতে পারে।
স্টোকস বলেছিলেন, 'যদি আপনি দেখেন আমরা কতক্ষণ ফিল্ডিং করেছি এবং বোলিং ইউনিট হিসেবে কত ওভার বল করেছি, তাহলে বোঝা যাবে সবাই অনেক ক্লান্ত এবং ব্যথায় ভুগছে। আমরা সবাইকে পর্যবেক্ষণ করব এবং আগামী দুই-তিন দিনের বিশ্রামকে কাজে লাগাব, তারপর সিদ্ধান্ত নেব।
ইংল্যান্ডের পঞ্চম টেস্টের স্কোয়াড-
বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং ও ক্রিস ওকস।
আপনার মূল্যবান মতামত দিন: