এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তোলপাড়,
প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১১:২৫
আপডেট:
২৯ জুলাই ২০২৫ ১১:২৬

রাজনৈতিক উত্তেজনার কারণে গত ১২ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে, গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটকের মৃত্যুর ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই এশিয়া কাপ ২০২৫ সূচি প্রকাশ নিয়ে নাটকীয়তার পর গত শনিবার (২৬ জুলাই) তা ঘোষণা করা হয়।
এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে (‘এ’ গ্রুপ) রাখা হয়েছে, যেখানে তাদের ম্যাচ নির্ধারিত হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান, আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। যদিও ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
তবে সূচি প্রকাশের পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে বিতর্ক শুরু হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেন, ‘দেশের বর্তমান তিক্ত পরিস্থিতিতে এই ম্যাচ আয়োজন সম্ভব নয়।’ এছাড়া সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনও ভারত-পাকিস্তান ম্যাচ না করার পক্ষে মত দিয়েছেন।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচ বাতিল করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত আয়োজক দেশ হলেও এই পর্যায়ে কোনো পরিবর্তন সম্ভব নয়।’
বিপরীতে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি খেলাধুলা চালিয়ে যাওয়ার পক্ষে। তিনি বলেন, ‘পেহেলগামের ঘটনা দুঃখজনক, কিন্তু অতীত ভুলে খেলাধুলা অব্যাহত রাখা উচিত।’
এদিকে সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছিল। ভারতের শিখর ধাওয়ান তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানান, ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি ও যুবরাজ সিং সতীর্থদের পাকিস্তানের বিপক্ষে না খেলার অনুরোধ করেছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: