শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২


এশিয়া কাপে অনিশ্চয়তায় বুমরাহ!


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১০:৫৫

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৭:৪৭

ছবি সংগৃহীত

জসপ্রীত বুমরার এশিয়া কাপে খেলা এখনও অনিশ্চিত। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রথম তিনটি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করলেও, ওভালে শেষ টেস্টে তাঁকে রাখা হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বুমরাহকে ছাড়পত্র দিয়েছে। তিনি এখন দলের সঙ্গে নেই। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, বুমরাকে শুক্রবার দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে।

ইংল্যান্ড সফরে তিনটি টেস্টে বুমরা ১৪টি উইকেট নিয়েছেন। দুইবার ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট করে। বল করেছেন প্রায় ১২০ ওভার। তবে ম্যানচেস্টার টেস্টে এক ইনিংসে ১০০-র বেশি রান দিয়েছেন, যা তাঁর ক্যারিয়ারে প্রথমবার। এখন মূল প্রশ্ন উঠছে বুমরাহ কি এশিয়া কাপে খেলবেন?

কারণ ভারতের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্টই হচ্ছে এশিয়া কাপ, যা সেপ্টেম্বর মাসে দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে। তবে তার ঠিক পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এশিয়া কাপের ফাইনাল ২৯ সেপ্টেম্বর, আর প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর, আমেদাবাদে। দ্বিতীয় টেস্ট হবে ১০ অক্টোবর, দিল্লিতে।

সেই হিসাবে বুমরাহর বিশ্রাম বা ফিটনেস ম্যানেজমেন্ট নিয়ে বিসিসিআইকে কৌশলী সিদ্ধান্ত নিতে হতে পারে। বোর্ড সূত্রে বলা হয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন। তবে বুমরাহ টেস্ট খেলতে ভালবাসে। যেহেতু এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। আর টি-টোইয়েন্টির ক্ষেত্রে বলা যায়, আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরাহ খেলবে। কারণ তারপরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।’

ওই সূত্রে আরও বলা হয়েছে, ‘ধরুন বুমরাহ এশিয়া কাপ খেলল। ভারত ফাইনালে উঠলে খেলা ২৯ সেপ্টেম্বর। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদ টেস্ট খেলবে না বুমরাহ। তাই এই সিদ্ধান্তটা নিতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুমরাহকে খেলানো হবে নাকি এশিয়া কাপ। কারণ ওয়েস্ট ইন্ডিজের পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট রয়েছে। সিদ্ধান্তটা অজিত আগরকার ও গৌতম গম্ভীরকে নিতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top