সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


তৈরি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার!


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৩:০৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:২২

ছবি ‍সংগৃহিত

মাত্র ১৩ বছর বয়সেই আলোচনায় উঠে এসেছে কাউয়ান বাসিলে। যার বেড়ে ওঠা সান্তোসে। এই কিশোরের বাবা ব্রাজিলের সাবেক ফুটবলার আন্দ্রেজিনহো। ফুটবল নৈপুণ্যে কাউয়ান বাসিলেকে ব্রাজিলের ভবিষ্যৎ মনে করা হচ্ছে। অনেকের মতে তিনিই হতে পারেন ব্রাজিলের পরবর্তী নেইমার!

৮ বছর বয়সে প্রথম আলোচনায় আসে বাসিলে। তখন থেকে তার স্পন্সর নাইকি। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির রেকর্ড এটি। নাইকির সঙ্গে প্রথম চুক্তির সময় নেইমারের বয়স ছিল ১৩, মেসির ১৫। অর্থাৎ, এক্ষেত্রে মেসি-নেইমারের রেকর্ড ভেঙেছে এই উঠতি তারকা।

জাদুকরী ড্রিবলিং, পাসিং ও গোল করার সহজাত দক্ষতার মাধ্যমে বাসিলে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন, নেইমারের সঙ্গে তার তুলনা এমনিই করা হচ্ছে না। গত বছর একটি বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সান্তোস অনূর্ধ্ব-১৬ দলকে শিরোপা জিতিয়েছিলেন বাসিলে। অথচ গত বছর তার বয়স ছিল মাত্র ১২!

প্রতিভার ঝলক দেখিয়ে ১৩ বছর বয়সী বাসিলে এখন অনূর্ধ্ব-১৮ দলে খেলার অপেক্ষায়। দুদিন আগে সান্তোসের সঙ্গে ইমেজ-স্বত্বের চুক্তি করে ফের আলোচনায় এসেছেন এই বিস্ময় বালক। বাসিলের আগে এত অল্প বয়সে সান্তোসের সঙ্গে এমন চুক্তি হয়েছিল শুধু নেইমারের। সামনে তিনি নেইমারের মতো হতে পারলে লাভটা হবে ব্রাজিলেরই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top