টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির ইতিহাস গড়ল ইংল্যান্ড ও ভারত
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৬:৫৯
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৭:০৯

রানপ্রসবা ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি নামের এই পাঁচ ম্যাচ সিরিজে এখন পর্যন্ত ২১টি ব্যক্তিগত সেঞ্চুরির দেখা মিলেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা কোনো দ্বিপাক্ষিক সিরিজে যৌথভাবে সর্বোচ্চ।
এর আগে ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৫ ম্যাচ সিরিজে সর্বোচ্চ ২১ সেঞ্চুরির দেখা মিলেছিল। তাদের রেকর্ডেই এবার ভাগ বসাল ইংল্যান্ড ও ভারত।
ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিল এই সিরিজে চমক দেখিয়ে চারটি সেঞ্চুরি করেছেন। তার পেছনে থাকা ইংল্যান্ডের জো রুট তিনটি সেঞ্চুরি করেন।
এ ছাড়া কে এল রাহুল, হ্যারি ব্রুক, রিশাভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল দুইটি করে সেঞ্চুরির দেখা পেয়েছেন। অন্যদিকে বেন ডাকেট, জেমি স্মিথ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস এবং ওলি পোপ একটি করে সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সিরিজে মোট ২১টি সেঞ্চুরির মধ্যে ১২টি ভারতের এবং ৯টি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে।
সর্বাধিক সেঞ্চুরির টেস্ট সিরিজ
২১ সেঞ্চুরি: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (৫ ম্যাচ)–১৯৫৫
২১ সেঞ্চুরি: ভারত বনাম ইংল্যান্ড (৫ ম্যাচ)–২০২৫
২০ সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচ)– ২০০৩/০৪
১৭ সেঞ্চুরি: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (৫ ম্যাচ)–১৯২৮/২৯
১৭ সেঞ্চুরি: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (৫ ম্যাচ)–১৯৩৮/৩৯।
আপনার মূল্যবান মতামত দিন: