মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না স্টোকসের?


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৭

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২২:০১

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য রেকর্ড ১.৪ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ভারতজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। তবে আইপিএল চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে আবার শুরু হচ্ছে। কিন্তু এই পর্বে রাজস্থানের হয়ে খেলতে পারবেন না স্টোকস।

শুধু তাই নয়, তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তারকা এই অলরাউন্ডার জানিয়েছেন, এখন তার ভাবনায় কোনও ক্রিকেট নেই। তাই ইংল্যান্ডের নির্বাচকরাও তাকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন তারা।

স্টোকস গেল ৩০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে আছেন ক্রিকেট থেকে। মূলত মানসিক চাপমুক্ত হয়ে প্রশান্তিময় কিছু সময় কাটাতেই এই বিরতি নিয়েছেন তিনি। পাশাপাশি আঙ্গুলের চোট থেকেও সেরে উঠছেন।
এদিকে আগামী শুক্রবারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি’র কাছে ১৫ সদস্যের দল জমা দিতে হবে ইংল্যান্ডকে। ধারণা করা হচ্ছে, নির্বাচকরাও স্টোকসকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে বিশ্বকাপের দলে রাখা হতে পারে ক্রিস সিলভারউডকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top