বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


মাচেরানোর লাল কার্ড দেখার ম্যাচে মিয়ামিকে জেতালেন সুয়ারেজ


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১২:৩৯

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১২:৫৩

ছবি সংগৃহীত

ইন্টার মিয়ামি বনাম টাইগ্রেস ম্যাচে সবকিছু যেন ছিল নাটকীয়তায় ভরপুর। দুই পেনাল্টি থেকে গোল করে দলকে জেতালেন লুইস সুয়ারেজ। খেলার একেবারে শেষ মুহূর্তে বল একবার ডান পোস্টে, এরপর বাঁ পোস্টে লেগে ফিরে এলো মাঠে। তবু সমতায় ফিরতে পারল না টাইগ্রেস।

বুধবার লিগস কাপ কোয়ার্টার ফাইনালের এই ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে থাকল ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানোর দর্শকসারিতে বসে কোচিং করা! ম্যাচের প্রথমার্ধ শেষে অতিরিক্ত সময় নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মাসচেরানো। ফলে দ্বিতীয়ার্ধে তিনি আর বেঞ্চে ছিলেন না, উঠেছিলেন চেজ স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে, যেখানে বসে তিনি দলকে কোচিং করছিলেন নিজের মোবাইল ফোন ব্যবহার করে।

খেলার পর ইন্টার মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস বলেন, “দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর জানানো হয়, মাসচেরানোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি গ্যালারি থেকেই যোগাযোগ করেন।” ম্যাচের ৫৭তম মিনিটে অ্যাপল টিভির সম্প্রচারে দেখা যায়, মাসচেরানো আইফোনে কথা বলছেন। সম্ভবত সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোকে নির্দেশনা দিচ্ছিলেন। মাঠের সাইডলাইনে তখন কোচের দায়িত্ব পালন করছিলেন আরেক সহকারী কোচ লিয়ান্দ্রো স্তিলিতানো।

এমন নাটকীয় ম্যাচে লিওনেল মেসি খেলেননি। আগের ম্যাচে এলএ গ্যালাক্সির বিপক্ষে জয় পাওয়ার সময় চোট পাওয়া ডান হ্যামস্ট্রিংয়ে পুনরায় ব্যথা অনুভব করায় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে মাঠের একাংশে বানানো স্যুইটে বসেই পুরো ম্যাচটি দেখেছেন।

ম্যাচ শেষে লিগস কাপের পক্ষ থেকে ইউএসএ টুডে স্পোর্টস-কে জানানো হয়, গ্যালারি থেকে মোবাইলে যোগাযোগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং মাসচেরানো নির্ধারিত এলাকায় বসেই নির্দেশনা দিয়েছেন। তবে এই আচরণ লিগস কাপের ডিসিপ্লিনারি কমিটির পর্যালোচনার আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাটকীয় ম্যাচ, সুয়ারেজের পেনাল্টি গোল, পোস্টে আটকে যাওয়া প্রতিপক্ষের নিশ্চিত গোল এবং গ্যালারি থেকে ফোনে নির্দেশনা- সব মিলিয়ে মিয়ামির জয় যেন সিনেমার চিত্রনাট্যের মতোই জমজমাট ছিল।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top