সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


‘লিটনের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য অনেক জরুরি’


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১১:৫৫

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৫

ছবি সংগৃহীত

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন দাস। যদিও সাম্প্রতিক সময়ে ফর্মের অধারাবাহিকতা নিয়ে তিনি কম সমালোচিত হননি। এশিয়া কাপের আগে লিটনের রানে থাকা খুব জরুরি। ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তান সিরিজেও তিনি ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।

মিরপুরে তিন ম্যাচে করেন যথাক্রমে ১, ৮ ও ৮ রান। তবে নেদার‌ল্যান্ডস সিরিজের প্রথম ম্যাচে লিটনের রানে ফেরাটা স্বস্তির।

গতকাল তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ৮ উইকেটে বড় জয়ের ম্যাচটিতে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক লিটন। যার সুবাদে মাত্র ১৩.৩ ওভারেই ১৩৭ রানের লক্ষ্য স্পর্শ করেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগমুহূর্তে লিটনের ব্যাটে রান দেখে খুশি পেসার তাসকিন আহমেদ।

সংবাদ সম্মেলনে এই টাইগার পেসার বলেন, ‘লিটন অসাধারণ ব্যাটিং করেছে মাশা-আল্লাহ। আসলে লিটনের ভালো খেলা বা ফর্মে থাকাটা আমাদের দলের জন্য অনেক জরুরি। মাশাআল্লাহ ও সাম্প্রতিক সময়ে ফর্মে আসছে এবং ভালো ব্যাটিং করছে, নেটেও দেখছি। এই ধারাবাহিকতায় যদি আমাদের এগিয়ে নিতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব।’

জয়ের জন্য দলের প্রতিটি বিভাগেই সক্রিয় হওয়া জরুরী বলে মনে করেন তাসকিন, ‘স্পোর্টিং কন্ডিশনে যেকোনো এক সাইড দিয়ে জেতা কখনোই সম্ভব না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং–সবই লাগে। আর আমাদের মতো দলে তো সবক্ষেত্রে অবদানটা আরও বেশি লাগে। তাই এটা খুব ভালো লক্ষণ যে ব্যাটিং ভালো হচ্ছে, বোলিং–ও ভালো হচ্ছে।’

এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন অলরাউন্ডার সাইফ হাসানও। লম্বা সময় পর দলে ফেরা সাইফ দুই ওভারে ১৮ রান খরচায় দুটি উইকেট নেন। এরপর ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সাইফের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করে তাসকিন বলেন, ‘মাশাআল্লাহ, সাইফেরও ভালো অবদান ছিল। বোলিংয়ে দুইটা উইকেট নিয়েছে, দারুণ ফিনিশ করছে ব্যাটিংয়েও।’ এদিন ম্যাচসেরার পুরস্কার ওঠে তাসকিনের হাতে। ৪ ওভারে তিনি মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top