ইনজুরিতে ইমন, এশিয়া কাপ দিয়েই ফিরবেন দলে
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫০
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি সিরিজ শেষে গেল মাসে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিছুদিন বিশ্রামের পর ২৩ আগস্ট থেকে অনুশীলন শুরু করে যুবা ক্রিকেটাররা। সপ্তাহখানেক অনুশীলনের পর গেল রোববার ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে যুবা ক্রিকেটাররা।
অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের দল। যুব দলের স্কোয়াডে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা এই বহরে আছেন। তবে নেই তারকা পেসার ইকবাল হোসেন ইমন। সবশেষ ত্রিদেশীয় সিরিজ খেলার সময় সাইড স্ট্রেইন্থ ইনজুরিতে পড়েছিলেন।
যে কারণে ইংল্যান্ড সিরিজে নেই ইমন। তবে এশিয়া কাপ দিয়েই মাঠে ফেরার লড়াইয়ে রয়েছেন তিনি। মিরপুরে নিয়মিত করছেন রিকোভারি সেশন। সবকিছু ঠিক থাকলে আরো মাস খানেক লাগবে মাঠে ফিরতে ইমনের, সেক্ষেত্রে আগামী নভেম্বরে যুবা এশিয়া কাপ দিয়েই দলে ফিরবেন এই পেসার।
ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
আপনার মূল্যবান মতামত দিন: