বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে শুরু হতে পারে, যা জানা গেল


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৭

ছবি ‍: সংগৃহীত

২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কা ও ভারতে বসবে বিশ্বকাপের আসর। এটি হতে চলেছে টি-টোয়েন্টির বিশ্বআসরের ১০ম আসর।

আসছে বছরের শুরুতে বিশ্বকাপ শুরু হবে বলে জানিয়ে রেখেছে আইসিসি। তবে তারিখ ঘোষণা হয়নি এখনও। তবে ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ৮ মার্চ পর্যন্ত।

এই টুর্নামেন্টের ম্যাচগুলো ভারতের অন্তত পাঁচটি ভেন্যু এবং শ্রীলঙ্কার দুইটি ভেন্যুতে আয়োজন করা হবে। ফাইনাল আয়োজনের জন্য বিবেচনায় আছে আহমেদাবাদ ও কলম্বো। ফাইনালের ভেন্যু রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত নির্ধারিত নাও হতে পারে। পাকিস্তান ফাইনালে উঠলে খেলবে কলম্বোয়, নাহয় সেটা আহমেদাবাদেই অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও অফিসিয়াল সূচি প্রকাশ করেনি। তবে অংশগ্রহণকারী দেশগুলোকে সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একই ফরম্যাটে হবে এবারের আসর। চারটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

২০২৪ সালের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা। ওই আসরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top