শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


লঙ্কানদের বিপক্ষে যেমন হবে বাংলাদেশের একাদশ, হৃদয় থাকবেন?


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭

ছবি : সংগৃহীত

হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাওয়ায় লিটন দাসদের মূল পরীক্ষা হতে পারে আজ (শনিবার) থেকে। এদিন রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এই ম্যাচের একাদশ কেমন হবে তা এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু।

শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশের বোলিং আক্রমণে বড় ধরনের কোনো রদবদলের সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাটিং বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি সুলভ স্ট্রাইকরেট না থাকায় হৃদয় বেশ সমালোচিত হয়েছেন। হংকংয়ের বিপক্ষেও ৩৬ বলে ৩৫ রানের ইনিংস খেলে তিনি আলোচনার কেন্দ্রে।

হৃদয় নিজেও কিছুটা কঠিন সময় পার করার কথা স্বীকার করেছেন। একইসঙ্গে আশা করছেন শিগগিরই ফিরবেন নিজের পুরোনো ছন্দে। তুলনামূলক শক্তিমত্তায় থাকা লঙ্কানদের বিপক্ষে হৃদয়ের পরিবর্তে সাইফকে দেখা অসম্ভব কিছু নয়। নেদার‌ল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজেও এই অলরাউন্ডার নিজের সামর্থ্য দেখিয়েছেন। এ ছাড়া হংকং ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত ১০ বছরে ১৬ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে দুই দলই সমান ৮টি করে ম্যাচ জিতেছে। সর্বশেষ জুলাইতে লঙ্কানদের মাটিতে হওয়া টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডালাসে মুখোমুখি হয় দুই দল। সেখানেও বাংলাদেশ শেষ হাসি হেসেছে। টাইগারদের সাম্প্রতিক দাপটের এসব ম্যাচে দ্রুতই লঙ্কানদের উইকেট তুলে নিয়েছেন বোলাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান/তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top