রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


৬ হাজার আসনের স্টেডিয়ামে মাঠে নামছে বার্সেলোনা


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০২

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:০২

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বিরতির পর গতকাল থেকে আবারও মাঠে গড়িয়েছে স্প্যানিশ লা লিগা। মৌসুমের চতুর্থ ম্যাচে আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে ম্যাচ ভেন্যু নিয়ে সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। বার্সেলোনা ক্লাব জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পূর্ণ স্টেডিয়াম এস্তাদি জোহান ক্রুইফে। যা বার্সেলোনার 'বি' টিমের হোম ভেন্যু।

তবে গতকাল এস্তাদি অলিম্পিক লুইসে পোস্ট ম্যালোন কনসার্টের কারণে স্টেডিয়ামটি বার্সা এবং ভ্যালেন্সিয়ার ম্যাচ আয়োজন সম্ভব না। যার কারণে এক ম্যাচের জন্য বিকল্প ভেন্যু হিসেবে আজকের ম্যাচটি হবে জোহান ক্রুইফে। লা লিগার মান বজায় রাখতে জোহান ক্রুইফে অতিরিক্ত প্রযুক্তিগত সমন্বয় করা হয়েছে এবং নতুন ক্যামেরা ও এবং ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচে ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানো হয়েছে।

বার্সার তরফ থেকে জানানো হয়েছে, ক্যাম্প ন্যুতে ম্যাচ আয়োজনের জন্য প্রায় আরও চার সপ্তাহের মতো সময় লাগতে পারে। কাতালানদের সামনে রয়েছে ব্যস্ত সূচি। যেখানে ১৮ সেপ্টেম্বর সফরকারী দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল।

এছাড়াও ২১ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে ঘরের মাঠে গেটাফের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ সেপ্টেম্বর লা লিগায় ম্যাচে ওভিডোর বিপক্ষে মাঠে নামবে বার্সা। যদিও ম্যাচটি আয়োজন করবে ওভিডো। এরপর ২৮ সেপ্টেম্বর লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে আতিথেয়তা দেবে কাতালানরা। ততদিন পর্যন্ত যদি ক্যাম্প ন্যুতে ম্যাচ আয়োজনের অনুমতি না পায় বার্সেলোনা। তাহলে কাতালানদের সব হোম ম্যাচ অনুষ্ঠিত হবে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে।

লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন ইয়ামাল-রাফিনিয়ারা। দুই জয় এবং এক ড্রতে কাতালানদের পয়েন্ট ৭। গতকাল দলের সঙ্গে অনুশীলন করেননি বার্সা তারকা লামিনে ইয়ামাল। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top