বৃষ্টিতে এনসিএলের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুঃসংবাদ পেল বগুড়া
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১২
আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৫

দীর্ঘদিন পর বড় কোনো টুর্নামেন্টের ভেন্যু হয়েছিল বগুড়া। আর তাই শহরজুড়ে বিরাজ করছিল আনন্দ। কিন্তু ক্রিকেটপ্রেমীদের সেই আনন্দে পানি ঢেলে দিয়েছে বেরসিক বৃষ্টি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
রোববার দুপুরে বগুড়ার ভেন্যুটিতে সিলেট ও রংপুরের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে টানা বৃষ্টিতে টস হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। এ কারণে সিলেটের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমের আর ঘরের মাঠে নামা হয়নি।
অবশ্য এদিন খেলা পরিত্যক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি দুঃসংবাদ পেয়েছে বগুড়ার ভেন্যুটি। এখানে আগামী দুই দিনও কোনো খেলা হবে না। সোমবারের বরিশাল-ঢাকা ও মঙ্গলবারের ঢাকা-রংপুর ম্যাচ দুটি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ খেলা না হওয়ায় রংপুরের নাসির হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধদের সঙ্গে হাসি-মজায় সময় কাটাতে দেখা যায় মুশফিককে। মাঠ ছাড়ার আগে গ্যালারিতে উপস্থিত দর্শকদের ছবি তোলার আবদারও মেটান বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে খেলা না হওয়ায় বগুড়ার দর্শকদের আক্ষেপ কমেনি।
আপনার মূল্যবান মতামত দিন: