রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫, ৬ই আশ্বিন ১৪৩২


দেশের জন্য খেলি, সর্বোচ্চ দিয়ে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ: হৃদয়


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫০

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৫

ছবি : সংগৃহীত

কয়েক ম্যাচ ধরে রানখরায় ভুগছিলেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। তাকে নিয়ে সমালোচনাও ছিল তুঙ্গে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

ইনিংসের শুরুতে ধৈর্যের সঙ্গে খেললেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন হৃদয়। মাত্র ৩৭ বলে ৫৮ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে চারটি চার ও দুইটি ছক্কা।

এই ইনিংস কেবল ম্যাচ জয়ের পথই সহজ করেনি, বরং তার সামর্থ্য এবং মানসিক দৃঢ়তারও প্রমাণ দিয়েছে। দলের জন্য এটি ছিল একেবারে সময়োপযোগী অবদান।

হৃদয়ের প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ সাইফ হাসানও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হৃদয় অবশ্যই বিশ্বমানের খেলোয়াড়। ওকে দল সমর্থন দিচ্ছে। আজকে সে সেই সমর্থনের প্রতিদান দিলো। ইনশা-আল্লাহ, ভবিষ্যতেও বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু এনে দেবে।”

সাইফ হাসান নিজেও এদিন ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।

শেষ পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কার বিপক্ষে। এই জয়ে সুপার ফোরের লড়াইয়ে ভালো অবস্থানে গেল টাইগাররা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top