বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১১:৫৫
আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ২০:৪৭
যুব বিশ্বকাপে খেলতে রাতে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে গতকাল আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছিল দল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান কোচ নাভিদ নেওয়াজ। সেখানে তিনি জানান বাংলাদেশের সম্ভাবনা ও লক্ষ্যের কথা।
নাভিদ বলেছেন, ‘(চ্যাম্পিয়ন হতে পারব কিনা) এখনই বলা কঠিন। তবে আমি বলব ছেলেরা বিশ্বকাপের আগে বেশ ভালো কাজ করেছে। আমরা বেশিরভাগ সিরিজ জিতেছি। এশিয়া কাপেও ভালো করেছি, কিন্তু সেমিফাইনালে দুর্ভাগা ছিলাম। স্কিলের ব্যাপারে ছেলেরা স্ট্যান্ডার্ড পর্যায়েই আছে। এখন টুর্নামেন্টে আমরা কেমন খেলি তা হচ্ছে আসল ব্যাপার। সবাই নির্দিষ্ট দিনে ইতিবাচক থেকে সেরাটা দিতে চাইবে। এই ছেলেরা অনেক ক্রিকেট খেলেছে বিশ্বের নানা প্রান্তে। সবাই অনেক আত্মবিশ্বাসী।’
বাকি দলগুলোর সাথে বাংলাদেশের তুলনা নিয়ে নাভিদ বলেছেন, ‘এখনই তুলনা করা কঠিন। এবারের দল ভিন্ন। জিম্বাবুয়েতে খেলছি এবার, সেবার দক্ষিণ আফ্রিকাতে খেলেছি। ক্রিকেটও অনেক পরিবর্তন হয়েছে, ২০২০ সালের পর এখন ২০২৬ সাল। প্লেয়াররা নতুন জিনিসে মানিয়ে নিচ্ছে। তবে আমি সবকিছু নিয়ে খুশি। বিশ্বের নানা জায়গায় নানা পিচে খেলেছে ছেলেরা। ভালো কিছু পারফরম্যান্সও করেছে। মাঝেমধ্যে শিখেছেও। প্রস্তুতিও নিয়েও আমি খুশি।’
নাভিদ অবশ্য দল হয়ে খেলতেই বেশি জোর দিচ্ছেন, ‘আমার মনে হয় দল হয়ে খেলাটা বেশি জরুরি। এটাই আমাদের জন্য কাজে দিয়েছে। যেখানে সবাই দলে অবদান রাখছে। আমাদের কিছু এক্সাইটিং প্লেয়ার রয়েছে। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই অবদান রাখতে হবে। টুর্নামেন্ট জিততে গেলে সবার থেকে পারফরম্যান্স লাগবে। মাঝেমধ্যে এক ম্যাচ একজনের পারফরম্যান্সে জেতা ভিন্ন ব্যাপার। এবার যাচ্ছি টুর্নামেন্ট খেলতে। ফলে সবার অবদান দরকার আমাদের। এটা হতে পারে মাঠে ভালো কোনো ক্যাচ ধরে ফেলা, দারুণ একটি রান আউট করে দেওয়া – যেকোনো কিছুই হতে পারে। তবে আমাদের সবার পক্ষ থেকে দলে অবদান রাখাটা ভীষণ জরুরি।’

আপনার মূল্যবান মতামত দিন: