শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


শেষ ম্যাচে টাইগারদের দারুণ বোলিং


প্রকাশিত:
৩ আগস্ট ২০২২ ০৫:১৩

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০১:০৬

 ছবি : সংগৃহীত

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচে দারুণ বোলিং করছে বাংলাদেশ। সিরিজের তিন ম্যাচই টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে স্বাগতিকরা আজ দিশেহারা।

এই ম্যাচ যারা জিতবে, সিরিজ তাদের ঘরেই যাবে। শুরুটা তাদের খারাপ হয়নি। দলীয় ২৯ রানে নাসুম আহমেদের ঘূর্ণিতে আফিফ হোসেনের তালুবন্দি হন রেজিস চাকাভা (১৭)। এরপর থেকেই স্বাগতিকদের ব্যাটিং বিপর্য়ের শুরু। ষষ্ঠ ওভারে তিনে নামা ওয়েসলি মাধভেরেকে বোল্ড করে দেন মেহেদি হাসান।

পরের বলে 'গোল্ডেন ডাক' মারেন সিরিজে দারুণ ব্যাট করা সিকান্দার রাজা। এরপর সিন উইলিয়ামসকে (২) তুলে নেন এই ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ম ওভারে বোলিংয়ে আনা হয় এই ম্যাচে সুযোগ পাওয়া সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে। প্রথম বলেই স্টাম্পড হয়ে যান জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন (২৪)।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top