শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সাকিবকে টপকে শীর্ষস্থানে নবি


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২২ ০১:৫০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২১:০০

ছবি সংগৃহীত

সাকিব আল হাসান ও মোহাম্মদ নবির মধ্যে টি২০ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা চলছে । এশিয়া কাপে সাকিব আহামরি কিছু করতে পারেননি। এরপরও নবির ব্যর্থতায় অনেকদিন পর এক নম্বরে উঠে এসেছিলেন টাইগার অলরাউন্ডার।

দুই সপ্তাহের মধ্যেই সিংহাসন হারালেন সাকিব। বাংলাদেশ টি২০ অধিনায়ককে টপকে আবারও চূড়ায় জায়গা করে নিলেন নবি।

গত ১৪ সেপ্টেম্বর প্রায় এক বছর পর শীর্ষস্থানে ফিরেছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ছিল ২৪৮।

সদ্য সমাপ্ত আমিরাত সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে না খেলে ৫ পয়েন্ট হারান তিনি। তার পয়েন্ট এখন ২৪৩।

এতে এক নম্বরে উঠে এলেন আফগানিস্তান অধিনায়ক নবি (২৪৬)। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে পরের তিনটি স্থানে মঈন আলি (২১১), ওয়ানিন্দু হাসারঙ্গা (১৮৪) ও হার্দিক পান্ডিয়া (১৮৪)।

আর অস্ট্রেলিয়া সিরিজে শেষ ম্যাচে ৬৯ রানের দারুণ ইনিংস খেলা সূর্যকুমার যাদব (৮০১) দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top