বিশ্বরেকর্ড গড়লেন ভারতের ক্রিকেটার
ওয়ানডে দেখল ৫০০ রানের ইনিংস
 প্রকাশিত: 
 ২১ নভেম্বর ২০২২ ২৩:৫৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৫:১৫
                                ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে ২৭৭ রান করলেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। যা সব মিলিয়ে বিশ্বের যাবতীয় এক দিনের ম্যাচে (ঘরোয়া এবং আন্তর্জাতিক) এক ইনিংসে সর্বোচ্চ, যা বিশ্বে পারেনি আর কেউ করতে।
আজ সোমবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছেন জগদীশন। মেরেছেন ২৫টি চার ও ১৫টি ছক্কা। এর আগে এই রেকর্ড ছিল এলিস্টার ব্রাউনের দখলে। ২০০২ সালে সারের হয়ে গ্লামরগানের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন তিনি।
এদিন তামিলনাড়ুর হয়ে ওপেন করতে নেমেছিলেন জগদীশন। ওপেনিংয়েই সাই সুদর্শনের সঙ্গে ৪১৬ রানের জুটি বাঁধেন তিনি। শতরান করার পরে রানের গতি আরও বেড়ে যায়। তবে ইনিংসের ৪২তম ওভারে চেতন আনন্দের বলে ২৭৭ রান করে আউট হন জগদীশন। আউট না হলে অবশ্য তার ৩০০ রানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।
দলের হয়ে অন্য প্রান্তে ওপেনার সুদর্শনও শতরান করেছেন। ১০২ বলে ১৫৪ রান করেছেন তিনি। কিন্তু জগদীশনের বিষ্ফোরক এমন ব্যাটিংয়ের কাছে সেই ইনিংসটাও যেন ম্লান হয়ে গেছে অনেকটাই। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছে তামিলনাড়ু। শেষ দিকে রানের গতি কিছুটা হলেও কমে যায়।
এরপর বোলিংয়ে নেমেও তামিলনাড়ু নিজেদের ঝাঁজটা ধরে রেখেছে। ৭১ রানেই অলআউট করে দিয়েছে প্রতিপক্ষকে। পেয়ে গেছে ৪৩৫ রানের বিশাল এক জয়। তাতে সর্বোচ্চ ব্যবধানে জয়ের দলীয় বিশ্বরেকর্ডটাও নিজেদের করে নিয়েছে তামিলনাড়ু।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: