বিশ্বব্যাপী সমস্যার মুখে প্রায় অর্ধলাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী
 প্রকাশিত: 
 ৯ মার্চ ২০২৩ ১৮:০৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৭
                                বিশ্বব্যাপী সমস্যার মুখে পড়েছে প্রায় অর্ধলাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম কয়েক ঘণ্টার জন্য ডাউন থাকে।
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রায় ৪৬ হাজার ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেনি। ব্যবহারকারীরা ফটো শেয়ারিংয়ের সাইটিতে প্রবেশ করার সময় সাবমিট এরর দেখায়।
এছাড়াও ডাউনডিটেক্টর জানায়, যুক্তরাজ্যে কমপক্ষে ২ হাজার ব্যবহারকারী, ভারত ও অস্ট্রেলিয়াতেও অন্তত হাজার খানেক ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হয়েছেন।
যদিও এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মেটা কর্তৃপক্ষ।
এরআগেও গত বছরের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশে ইনস্টাগ্রামের পরিষেবা ডাউন হয়ে পড়ে। ওই বিভ্রাটের সময় ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। কেউ কেউ তাদের অ্যাকাউন্টে লগইন করার সময় ‘আপনার অ্যাকাউন্ট সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে’ বলে নোটিশ দেখিয়েছিল।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: