বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ : যা জানা জরুরি


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৪১

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২৫ ১২:১৮

ছবি : সংগৃহীত

চার বছর ধরে যুক্তরাষ্ট্রে টিকটক ছিল বিতর্কের কেন্দ্রে। ডেটা নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন! চীনা মালিকানার কারণে বেড়েছিল উদ্বেগ। শেষ পর্যন্ত সেই টানাপোড়েনের ইতি ঘটতে যাচ্ছে।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রমের একটি বড় অংশ হস্তান্তরে সম্মত হয়েছে। একদল মার্কিন বিনিয়োগকারীর কাছে এই নিয়ন্ত্রণ যাবে। গত সপ্তাহে এ সংক্রান্ত চুক্তিতে সই হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে আপাতত যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার শঙ্কা কাটল। একই সঙ্গে শেষ হলো দীর্ঘ অনিশ্চয়তা। চুক্তি অনুযায়ী, নতুন একটি প্রতিষ্ঠান গঠন করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে TikTok USDS Joint Venture LLC। এই প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রে টিকটকের সব কার্যক্রম তদারক করবে।

বিনিয়োগকারী দলে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। আছে প্রাইভেট ইক্যুইটি ফার্ম সিলভার লেক ও বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। এই তিন প্রতিষ্ঠানের হাতে থাকবে মোট ৪৫ শতাংশ মালিকানা। বাইটড্যান্স রাখবে প্রায় ২০ শতাংশ শেয়ার। বাকি অংশ থাকবে অন্যান্য অংশীদারদের হাতে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, টিকটকের যুক্তরাষ্ট্র অংশের বাজারমূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার। নতুন যৌথ প্রতিষ্ঠানটি দেখভাল করবে অ্যাপটির দৈনন্দিন কার্যক্রম। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর তথ্য সুরক্ষা, অ্যালগরিদমের নিরাপত্তা, কনটেন্ট নিয়ন্ত্রণ ও সফটওয়্যার যাচাই।

এই কাজে প্রধান নিরাপত্তা অংশীদার হবে ওরাকল। তারা নিয়মিত অডিট করবে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শর্ত মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করবে।

হোয়াইট হাউস সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের জন্য আলাদা একটি অ্যালগরিদম তৈরি করা হবে। এই অ্যালগরিদম প্রশিক্ষণ দেবে ওরাকল। বাইটড্যান্স এতে কোনো প্রভাব ফেলতে পারবে না।

চুক্তি অনুযায়ী, বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটায় প্রবেশ করতে পারবে না। অ্যালগরিদম নিয়ন্ত্রণেও তাদের কোনো ক্ষমতা থাকবে না।

বাইটড্যান্স জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবে এবং মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটক চালু রাখবে।

চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২২ জানুয়ারি ২০২৬। এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হবে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বর্তমান টিকটক অ্যাপ বন্ধ হতে পারে। ব্যবহারকারীদের নতুন একটি প্ল্যাটফর্মে যেতে হতে পারে।

তবে নতুন অ্যাপটি কেমন হবে? কী কী ফিচার থাকবে? এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি প্রযুক্তি খাতে বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের জটিল বাস্তবতাও তুলে ধরে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top