বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনওপিএসের প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত:
১৪ মার্চ ২০২৩ ২৩:১১

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৬:১০

ছবি সংগৃহিত

বাংলাদেশের আইসিটি সেক্টরসহ সার্বিক ক্ষেত্রে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ইউএনওপিএসের এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের কান্ট্রি ম্যানেজার সুধির মুরালিধরন, দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় আগামীতে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের সাথে বাংলাদেশের আইসিটি সেক্টর বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে অংশীদারিত্ব বাড়বে মর্মে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী, ফলে গ্লোবাল ইকোনমিতে বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ সরকার ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আইসিটিসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নতি করেছে।

কোনো দেশের উন্নয়নে সম্পদ গুরুত্বপূর্ণ নয় বরং দক্ষ জনশক্তি, শক্তিশালী প্রতিষ্ঠান, ইনোভেটিভ আইডিয়া ও অ্যাক্সিলারেশন অত্যন্ত প্রয়োজন। অদূর ভবিষ্যতে বাংলাদেশ কাউকে মডেল হিসেবে নয় বরং বাংলাদেশকেই অন্য দেশগুলো মডেল হিসেবে গ্রহণ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোহরা বেগম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম ও মো. তবিবুর রহমান, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ, ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন স্পেশালিষ্ট মো. আব্দুল বারী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top