বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১

পিংক হোয়াটসঅ্যাপ ইনস্টল করলেই ঘটতে পারে যেসব বিপদ


প্রকাশিত:
২৬ জুন ২০২৩ ২৩:০১

আপডেট:
১৬ মে ২০২৪ ০৬:০৪

 ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই এখন নজরে পড়ছে একটা জিনিস, পিংক হোয়াটসঅ্যাপ। কেউ কেউ ডাউনলোড করে ফেলেছেন অতিরিক্ত ফিচারের আশায়।

ইনস্টল করে থাকলে এখনি ফোন থেকে আন ইনস্টল করে ফেলুন এই অ্যাপ। নাহলে হতে পারে ভয়ঙ্কর বিপদ।

জানেন কী এই পিঙ্ক হোয়াসটঅ্যাপ? পুলিশ সূত্রে খবর, এখন স্মার্ট ফোন ব্যবহারকারীদের কাছে একটি লিংক পাঠানো হচ্ছে প্রতারকদের পক্ষ থেকে। বলা হচ্ছে, লিংক থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে। তাতেই নাকি মিলবে পিংক হোয়াটসঅ্যাপ।

অনেকেই না বুঝে তা করছেন। এরপরই ব্যবহারকারীর ফোনের দখল নিচ্ছে হ্যাকাররা। ফোনের সব তথ্য যাবে হ্যাকারদের হাতে। ফলে জালিয়াতরা সেই তথ্য বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করতেই পারে।

ফলে এখনি সবাইকে সতর্ক হতে হবে। হোয়াটসঅ্যাপে আসা কোনো লিংক ক্লিক করার আগে ভাল করে তা যাচাই করে নিতে হবে। সামান্য ভুলেই ভয়ঙ্কর বিপদে পড়তে হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top