বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১

হোয়াটসঅ্যাপেও লুকিয়ে রাখা যাবে ফোন নম্বর


প্রকাশিত:
১২ জুলাই ২০২৩ ১৭:৩৬

আপডেট:
১৫ মে ২০২৪ ২৩:১৪

 ফাইল ছবি

প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্যের কাছ থেকে অনেকেই হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখতে চান। এবার ব্যবহারকারীদের সেই প্রত্যাশা পূরণ করতে চলছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ তার কমিউনিটি অপশনে গোপনীয়তার একটি অতিরিক্ত স্তর যোগ করবে। নতুন এই প্রাইভেসি ফিচারের মাধ্যমে একটি কমিউনিটিতে যুক্ত কোনো ব্যবহারকারী নিজের ফোন নম্বর সবসময় অন্য সদস্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন।

কেউ একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগদান করলে তার সদস্যদের তালিকা এমনিতে লুকানো বা হাইড করা থাকে। ফলে তার নম্বর অন্যের কাছে পৌঁছানোর সুযোগ থাকেনা। কিন্তু এই ধরণের ব্যবহারকারীরা যখন মেসেজে রিঅ্যাকশন দেন বা এই জাতীয় কিছু কাজ করেন, তখন তাদের ফোন নম্বর প্রকাশ্যে এসে যায়। সে ক্ষেত্রে এই নতুন ফিচার উন্মুক্ত হলে ফোন নম্বর কখনোই অন্যের সামনে আসবে না।

এমনকি কমিউনিটির মেসেজে রিঅ্যাকশন দিলেও না। এতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখতে সক্ষম হবেন।

এর আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। এই আপডেট বর্তমানে বেটা সংস্করণে পাওয়া যাবে।

এদিকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ সম্প্রতি ভারতে ৬৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। নতুন প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী ভারতের এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিষিদ্ধ অ্যাকাউন্টের মধ্যে ২৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে কোন রিপোর্ট পাওয়ার আগেই নিষিদ্ধ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top