বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৩

আপডেট:
১৫ মে ২০২৪ ১৮:০৬

 ফাইল ছবি

নতুন এই ফিচার পরীক্ষামূলকভাবে এসেছে অনেক আগেই। তবে এবার সবার জন্য উন্মুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার।

এরই মধ্যে সেলিব্রেটি থেকে শুরু করে ইনফ্লুয়েন্সাররাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাকাউন্ট তৈরি করেছেন। এই ফিচার চালু করার সবচেয়ে বড় সুবিধা হল এখন আপনাকে আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী সম্পর্কে সব আপডেট হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে কথা বলার পাশাপাশি, আপনি লেটেস্ট আপডেটগুলোও পেয়ে যাবেন।

এই ফিচার চালু হওয়ার পর থেকেই সবার কৌতুহল কীভাবে হোয়াটসঅ্যাপে নিজের চ্যানেল তৈরি করবো?

আপনিও যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে চান তাহলে আপনাকে কিছু সহজ জিনিস বুঝতে হবে এবং তা অনুসরণ করতে হবে।

একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন থাকতে হবে। এই অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকতে হবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন যেভাবে

  1. প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
  2. এরপর আপডেট ট্যাবে যেতে হবে।
  3. এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।
  4. এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি New Channel অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।
  5. এবার Get Started-এ ক্লিক করুন এবং তারপরে on-screen instructions-এ যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।

এরপর চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও এই ফিচার এখনও সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি। আপনার হোয়াটসঅ্যাপে যদি এই ফিচার দেখতে না পান, তবে কয়েকদিন অপেক্ষা করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top