বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১

প্রিয় পে : কম সময়ে রেমিট্যান্স আনছেন ফ্রিল্যান্সাররা


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩ ১১:১২

আপডেট:
১৫ মে ২০২৪ ০৬:৫৫

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল ব্যাংকিং সেবা ‘প্রিয় পে’র মাধ্যমে ফ্রিল্যান্সাররা খুব সহজেই এখন দেশে ডলার আনতে পারছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মের তুলনায় চার্জ কম হওয়ার এর জনপ্রিয়তা বাড়ছে দেশের ফ্রিল্যান্সারদের মাঝে।

প্রিয় পে সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) জাকারিয়া স্বপন বলেন, বাংলাদেশি প্রবাসীরা দেশে টাকা পাঠাতে বা ফ্রিল্যান্সাররা টাকা আনতে অনেক সমস্যার মুখোমুখি হন। আমরা সেসব সমস্যার সমাধানে কাজ করছি। বাংলাদেশিদের জন্য নিয়ে এসেছি ডিজিটাল ব্যাংকিং সেবা। শুরুতে এটা আমেরিকায় চালু হলেও এখন বাংলাদেশেও চালু করা হয়েছে। এটি পুরোপুরি আমেরিকান ব্যাংকিং ব্যবস্থা এবং এর মাধ্যমে খুব সহজেই ফ্রিল্যান্সররা দেশে টাকা আনতে ও প্রবাসীরা দেশে টাকা পাঠাতে পারবেন। পেওনিয়ার বা অন্যান্য যেকোনো অনলাইন প্ল্যাটফর্মের চেয়ে এর ব্যবহার অনেক সহজ এবং খরচও কম।

জাকারিয়া স্বপন বলেন, প্রিয় পে’র চাহিদা দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে বাড়ছে। প্রতিদিন তারা আমাদের প্ল্যাটফর্মে সাইনআপ করছেন। আমরাও তাদের সমস্যাগুলোর কথা শুনছি এবং এসব সমাধানে কাজ করছি।

শিগগিরই প্রিয় পে থেকে বাংলাদেশে রিয়েল টাইম টাকা উইথড্র করা যাবে জানিয়ে জাকারিয়া স্বপন বলেন, আমরা এখন রিয়েল টাইম উইথড্র’র ট্রায়াল করছি। ট্রায়ালে স্মুথলি ডলার থেকে কনভার্ট হয়ে টাকা ঢুকছে গ্রাহকদের ওয়ালেটে। গ্রাহকরা এতে খুবই খুশি।

প্রবাসী বাংলাদেশিদের নিজ মাতৃভূমির সঙ্গে যুক্ত করতে প্রিয়.কম আমেরিকায় চালু করে প্রিয়-পে ডিজিটাল ব্যাংকিং সেবা। ২০২২ সালের জুলাইয়ে এর কাজ শুরু হয় এবং ২০২৩ সালের জুলাইতে পুরোপুরি ডিজিটাল ব্যাংকিং সেবা চালু হয়। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারদের সমস্যা সমাধানে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশেও প্রিয় পে ব্যাংকিং সেবা চালু হয়। ফলে এখন যেকোনো বাংলাদেশি প্রিয় পে অ্যাকাউন্ট খুলতে পারছেন।

‘প্রিয় পে’র মাধ্যমে গ্রাহকরা দুইটি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট পাচ্ছেন। এতে আমেরিকার যেকোনো ব্যাংক এবং আপওয়ার্ক, অ্যামাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডলার বা পেমেন্ট গ্রহণ করা যাচ্ছে। অ্যাকাউন্ট খুললেই গ্রাহকরা পাচ্ছেন ১০টি ভার্চুয়াল ডেবিট মাস্টারকার্ড একদম ফ্রি। নভেম্বর মাস থেকে ফিজিক্যাল প্রিয় মাস্টারকার্ড অর্ডার করা যাচ্ছে। এর মাধ্যমে ফেসবুক বুস্ট করা, গুগল অ্যাডস রান করা, অ্যামাজন, নেটফ্লিক্সে পেমেন্ট করা যায় সহজেই।

আমেরিকান এই ডিজিটাল ব্যাংকিং সেবা পেতে হলে একজন গ্রাহককে প্রতি মাসে দুই ডলার করে বছরে মোট ২৪ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে শুরু থেকেই মাসে ১ ডলার করে বছরে ১২ ডলারে সাবস্ক্রিপশন করতে পারছেন গ্রাহকরা। অন্যদিকে ডিসেম্বর মাসে নতুন একটি অফার চালু করেছে প্রিয় পে। দুই মাসের জন্য সাবস্ক্রিপশনের সুযোগ রয়েছে এবং যারা সাবস্ক্রিপশন করবেন, তাদের মধ্যে একজনকে আইফোন ১৫ গিফট দেওয়া হবে। এক্ষেত্রে সাবস্ক্রিপশনকারীদের মধ্যে লাইভ লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top