ল্যাপটপের ক্যামেরা হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে
 প্রকাশিত: 
 ১ মার্চ ২০২৫ ০৭:৪০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৯
                                কম্পিউটার বা ল্যাপটপে ভিডিও কল করার জন্য ওয়েবক্যাম জরুরি। তবে এটি যেমন প্রয়োজনীয় ঠিক বেশ কিছু ক্ষেত্রে তা আপনার বিপদের কারণ হতে পারে।
ওয়েবক্যাম বর্তমান সময়ে কাজের যেমন সুবিধা করে দিয়েছে ঠিক তেমনি বেশ কিছু ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে। বেশ কিছু বিষয় খেয়াল করলে সহজে বোঝা যায় ওয়েবক্যামে আপনাকে কেউ নজরদারি রাখছে কিনা।
অনেক ক্ষেত্রে ভিডিও কল কিংবা লাইভ স্ট্রিমিং এই ভিডিও গেম খেলার পর ল্যাপটপ বা কম্পিউটারের ক্যামেরা অন থাকলে ম্যালওয়ার বা কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে। বিশেষ করে লাইভ স্ট্রিমিং ভিডিও খেলেন যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে।
কোন সময় যদি দেখেন কম্পিউটার ল্যাপটপ কাজ করছে না কিন্তু সে সময়ে ওয়েব ক্যামের আলো জ্বলছে কিংবা ক্যামেরা সক্রিয় আছে এমন ক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ওয়েবক্যাম অন্যের হাতে চলে যাওয়া সম্ভব না অনেক বেশি থাকে।
যদি দেখেন আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে নিত্যনতুন ফাইল আসতে শুরু করেছে, কিংবা অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য অপশন আসছে, মাঝেমধ্যে নানা রকম সফট্ওয়্যার ইনস্টল করার জন্য ‘পপ আপ’ আসবে তবে সাবধান এমন ক্ষেত্রেও ওয়েবক্যাম অন্যের হাতে থাকা সম্ভব না থাকে।
এমন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অফিসের কাজ অথবা ব্যক্তিগত কাজের পরে সব সময়ে ওয়েবক্যাম বন্ধ করে দিন। ভাল কোন অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখতে হবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: