আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!
 প্রকাশিত: 
 ৮ এপ্রিল ২০২৫ ০৮:২৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:১৪
                                কাজের মধ্যে হঠাৎ পুরো স্ক্রিন নীল হয়ে গেল। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ দৃশ্য যেন এক আতঙ্ক। এই ব্যাপারটিকে বলা হয়ে থাকে ‘দ্য ব্লু স্ক্রিন অব ডেথ’।
এবার বদলে যাচ্ছে এই রঙের আতঙ্ক। মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে বদলে দেওয়া হবে এই পরিস্থিতিতে স্ক্রিনের রং। এতদিনের চেনা নীল রঙের আতঙ্ক থেকে ব্যবহারকারীদের রেহাই দিতেই এমন সিদ্ধান্ত।
জানা যাচ্ছে, এখন থেকে উইন্ডোজ ১১-এ এমন পরিস্থিতি হলে দেখা যাবে স্ক্রিন সবুজ রঙের হয়ে গেছে। মাইক্রোসফটের দাবি, এর ফলে ইউজাররা শান্ত থাকবেন এবং দ্রুত উৎপাদনশীলতাতেও ফিরতে পারবেন।
কেবল সবুজ নয়, শোনা যাচ্ছে মাইক্রোসফট সম্ভবত কালো রংও ব্যবহার করবে। যদিও ‘মৃত্যুর কালো পর্দা’য় নীলের ঐতিহ্যবাহী ব্র্যান্ডিং নেই। তবে আধুনিক উইন্ডোজ ডিজাইনের পরিষ্কার এবং ন্যূনতম নান্দনিকতাকে তা আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারে।
এখানেই শেষ নয়। আরও পরিবর্তনের কথা ভাবছে উইন্ডোজ। এবার থেকে ‘এরর’ স্ক্রিনে দুঃখী মুখের ইমোজি কিংবা কিউআর কোড আর দেখা যাবে না। কেননা, এটা নাকি ব্যবহারকারীদের বিরক্তির উদ্রেক করে। তাই এখন থেকে একটা সোজাসুজি বার্তা দেখানো হবে। যেখানে লেখা থাকবে ‘আপনার ডিভাইসে সমস্যা হয়েছে। এটি রিস্টার্ট করা প্রয়োজন।’
মাইক্রোসফট মনে করছে, এতে সিস্টেম ক্র্যাশ হলে ব্যবহারকারীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হবে তা কম করবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: