প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি
 প্রকাশিত: 
 ২৬ এপ্রিল ২০২৫ ০৭:৩০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:১১
                                গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’-এর মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বিশ্বজুড়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটিতে। চলতি বছরের মার্চ পর্যন্ত হালনাগাদ এই পরিসংখ্যান উঠে এসেছে যুক্তরাষ্ট্রে গুগলের অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে।
টেকক্রাঞ্চ জানিয়েছে, মাত্র পাঁচ মাসে জেমিনির ব্যবহারকারীর সংখ্যা তিন গুণ বেড়েছে। গত বছরের অক্টোবরেও যেখানে দৈনিক ব্যবহারকারী ছিল ৯০ লাখ, সেখানে এখন মাসিক ৩৫ কোটিতে পৌঁছে গেছে।
তবে এখনো এই চ্যাটবট ওপেনএআই-এর চ্যাটজিপিটি বা মাইক্রোসফটের কোপাইলটের জনপ্রিয়তাকে স্পর্শ করতে পারেনি। মার্চ মাসে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৬০ কোটি। আর মেটার এআই টুলগুলোর ব্যবহারকারী ছিল প্রায় ৫০ কোটি, জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।
বিশেষজ্ঞরা বলছেন, জেমিনির দ্রুত বিস্তার গুগলের প্রযুক্তি সক্ষমতার প্রমাণ দিলেও, এটি তাদের বিরুদ্ধে চলমান একচেটিয়া আধিপত্যের মামলায় নতুন মাত্রা যোগ করতে পারে।
গত এক বছরে গুগল জেমিনিকে সহজলভ্য করতে স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস ও ক্রোমের মতো প্ল্যাটফর্মে সরাসরি সংযুক্ত করেছে। এর ফলে কোটি কোটি নতুন ব্যবহারকারীর কাছে পৌঁছেছে জেমিনি।
বর্তমানে জেমিনি ওপেনএআই-এর চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট এবং মেটার এআই সেবা ‘থ্রেডস’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় রয়েছে। বিশ্বব্যাপী এআই পরিষেবার ব্যবহার ও গ্রহণযোগ্যতা যেভাবে বাড়ছে, তাতে করে আগামী দিনে এই প্রতিযোগিতা আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: