আপনার ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ
 প্রকাশিত: 
 ১৩ জুন ২০২৫ ০৭:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:১৪
                                খতিয়ে না দেখে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা উচিৎ নয়। না বুঝে যদি এমন কোনো অ্যাপ আপনি ইনস্টল করে থাকেন, তবে বিপদে পড়তে পারেন যে কোনো সময়। এসব অ্যাপ আপনার মোবাইল ফোনে গোপনে নজরদারি চালায়। এ ধরনের প্রতারণার অ্যাপ দিন দিন বেড়েই চলছে। তাই গুগল প্লে স্টোর হোক বা অ্যাপেল অ্যাপ স্টোর হোক যেখান থেকেই অ্যাপ ইনস্টল করে থাকেন না কেন আপনি, ইনস্টল করার আগে জেনে নিন কোন অ্যাপগুলো নজরদারি চালিয়ে আপনাকে যে কোনো সময় ফেলে দিতে পারে বিপদে।
ফোনে তো কত ধরনের অ্যাপ থাকে! নিত্যনতুন অ্যাপ ইনস্টলের বাতিকও থাকে অনেকের। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লাখ অ্যাপ। গুগল প্লে স্টোরে রয়েছে ৩০ লাখ অ্যাপ। কিন্তু এই সব অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করার মানেই যে আপনি ‘নিরাপদ’ তা কিন্তু নয়। চোখ-কান খোলা না রেখে অ্যাপ ডাউনলোড মানেই কিন্তু বিপদকে আমন্ত্রণ জানানোর শামিল। জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর নাম ও আইকন নকল করে কিছু অ্যাপ প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে।
গবেষকরা এমন অনেকগুলো অ্যাপ খুঁজে পেয়েছেন। এক ওয়েবসাইট জানাচ্ছে, ২০টির বেশি অ্যাপের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট!
আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়—
প্যানকেক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ, হার্ভেস্ট ফিনান্স ব্লগ।
এ ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনো ভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোন সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে সাবধান! এখনই সেগুলো ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন, যে কোনো সময়। এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলোও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে।
অনেকেরই মনে থাকবে অপারেশন সিঁদুরের পর ‘ডান্স অফ দ্য হিলারি’ নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায়। ‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি লিঙ্ক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে পাঠানো হচ্ছিল বলে খবর। ওই লিঙ্ক নাকি পাঠাচ্ছিল পাকিস্তান। সাইবার হামলার উদ্দেশ্যে এই ভাইরাস ভারতীয়দের মোবাইলে ছড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছিল। এই খবর সামনে আসার পর থেকে সাইবার হামলার আতঙ্ক ছড়ায়। অবশ্য সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের লিঙ্কের কোনো অস্তিত্ব এখনও পাননি। এমনকি এই নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তারা।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: