ফেসবুক থেকে টাকা আয় করবেন যেভাবে
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ১১:৩৭
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৫:৫২

আপনি এক মাস হলো কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করেছেন। এখন প্রতিদিন নিয়মিত ফেসবুকে রিলস আর স্টোরি প্রকাশ করে যাচ্ছেন। নিজের তৈরি পোশাক পরে বিভিন্ন কনটেন্ট তৈরি করে ফেসবুকে প্রকাশ করছেন। বিভিন্ন গান বা আবহসংগীতের মাধ্যমে নানান কনটেন্ট বানিয়ে ফেসবুকে দিচ্ছেন।
এতে ফেসবুক প্রোফাইলে ১০ থেকে ১৫ ডলার জমা হচ্ছে। সেই টাকা কীভাবে সংগ্রহ করবেন, তা নিশ্চিত করে আপনি বলতে পারেন না। অনেকেই আছেন, যারা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে অর্থ আয়ের সুযোগ নিতে চান, কিন্তু পারেন না।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ফেসবুক থেকে অর্থ আয় করবেন—
প্রথমে প্রফেশনাল মোড চালু করলে আপনার প্রোফাইল একটি পাবলিক পেজের মতো কাজ করবে। এরপর ছবি কিংবা ভিডিও প্রকাশের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হবে। নতুন এ নিয়মে শুধু পেজই নয়, ফেসবুক প্রোফাইল থেকেও যে কেউ অর্থ আয় করতে পারবেন। সে জন্য আপনি ফেসবুক মনিটাইজেশন ফিচারের মাধ্যমে এ অর্থ উপার্জন করতে পারবেন।
এ বিষয়ে ফেসবুক মনিটাইজেশন বিশেষজ্ঞ ও ডিজিটাল মার্কেটিংয়ের আরিফুল ইসলাম বলেন, ফেসবুক অনেক দিন ধরেই কনটেন্ট প্রকাশ করে অর্থ আয়ের সুবিধা দিচ্ছে। আগে এ সুবিধা পেজের জন্য চালু ছিল। বিভিন্ন নামে অর্থ আয়ের সুযোগ ছিল। এখন সবকিছু ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন ফিচারের মাধ্যমে পরিচালনা করছে। সে জন্য আপনাকে প্রফেশনাল মোড চালু করতে হবে। এটি চালু করলে আপনার প্রোফাইল একটি পাবলিক পেজের মতো কাজ করবে। প্রফেশনাল মোড চালু করতে প্রোফাইল পিকচারের নিচে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
তিনি বলেন, এরপর সেখানে আপনি টার্ন অন প্রফেশনাল মুডঅপশনটি দেখতে পাবেন। এটি চালু করার পর আপনার প্রোফাইলটি পাবলিক পেজে রূপান্তরিত হবে। আপনার ফলোয়ারের সংখ্যা ও এনগেজমেন্ট–সংক্রান্ত নানা তথ্য দেখতে পাবেন। প্রফেশনাল মোড চালু করার পর আপনি বিভিন্ন মনিটাইজেশন টুলের জন্য আবেদন করতে পারবেন। ফেসবুক প্রোফাইল অ্যাকটিভিটির ওপর নির্ভর করে ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করেছে।
আরিফুল বলেন, এখন মনিটাইজেশন বাড়ানোর কৌশল কী এবং কীভাবে কার্যকর করা যায় সেই কাজটি করুন। মনিটাইজেশন শুরুর পর আয় বাড়াতে হলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রতিদিন বা নিয়মিত বিরতিতে কনটেন্ট আপলোড করুন। আপনার কনটেন্টের মান যত ভালো হবে, তত বেশি ব্যবহারকারী আপনার কনটেন্টের প্রতি আগ্রহী হয়ে উঠবে। লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন।
তিনি বলেন, লাইভ ভিডিওতে এনগেজ বেশি থাকুন। এটি নতুন ফলোয়ার পেতে আপনাকে সাহায্য করবে। কমেন্টের উত্তর দিন। দর্শকদের সঙ্গে কথা বলুন। এতে আপনার কনটেন্টের প্রতি তাদের আগ্রহ বাড়বে। অন্য ফেসবুক ব্যবহারকারী আপনার স্থায়ী ফলোয়ারে পরিণত হবে। আর সবসময় মনে রাখবেন, ফেসবুক রিলস এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট, আকর্ষণীয় ও ট্রেন্ডিং কনটেন্ট দিয়ে রিলস তৈরি করতে পারলে দ্রুত ভাইরাল হওয়ার সুযোগ থাকে।
এ ফেসবুক মনিটাইজেশন বিশেষজ্ঞ বলেন, এখন কী ধরনের ছবি ও ভিডিওতে মনিটাইজেশন বাড়ে, সেদিকে নজর দিন। ফেসবুকে কিছু নির্দিষ্ট ধরনের কনটেন্ট দ্রুত ভাইরাল হয়। তখন মনিটাইজেশনের মাত্রা বাড়ে।
তিনি বলেন, মনিটাইজেশন যেন বন্ধ না হয়, সেদিকে সতর্ক থাকুন। ফেসবুকের কিছু নীতিমালা আছে, যা ভঙ্গ করলে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। অন্য কারও ছবি, ভিডিও কিংবা মিউজিক অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এটি ফেসবুকের নীতিমালার সবচেয়ে বড় লঙ্ঘন। এমন কোনো কনটেন্ট আপলোড করবেন না, যা হিংসা, ঘৃণা, বর্ণবাদ বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে। খুন, মারামারি, দুর্ঘটনার কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করবেন না। কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এ ধরনের কনটেন্ট থেকে দূরে থাকুন।
আরিফুল বলেন, ফেসবুক মনিটাইজেশনের কয়েকটি ধাপ রয়েছে। আপনি আপনার কনটেন্ট ও দর্শকের ধরন অনুযায়ী আবেদন করতে পারেন। আপনার ভিডিও ৩ থেকে ৫ মিনিট হলে এর মধ্যে ছোট বিজ্ঞাপন দেখানো হয়। সেই বিজ্ঞাপন দর্শক দেখলে আপনি টাকা পান। এ ছাড়া যে কোনো পোস্টেই স্টার উপহারের মাধ্যমে আয়ের সুযোগ আছে। যদিও ফেসবুকে স্টার কেনার কথা বলে প্রতারণার ঘটনা ঘটছে। এ বিষয়ে সাবধান থাকুন।
এ ফেসবুক মনিটাইজেশন বিশেষজ্ঞ বলেন, এখন কীভাবে টাকা আনবেন, সে বিষয়ে জানা জরুরি। আপনি মনিটাইজেশন ফিচার চালুর পর সেখানে আপনার পেআউট সেটআপ করতে হবে। এখানে ব্যাংকের তথ্যাদি প্রকাশ করতে হবে। আপনার টিন সার্টিফিকেটের তথ্য দিতে হবে। তথ্য আপডেটের পর ১০০ ডলার হলেই আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে।
কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অনেক প্রতারণামূলক আইডি থেকে ফেসবুকের লাইক বাড়ানো, ভিডিওর ওয়াচ টাইম, ফলোয়ার ও বিভিন্ন পোস্ট বৃদ্ধির জন্য বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ নেওয়ার ঘটনা ঘটছে। এসব প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।
মেহেদি কার শো’ নামে এক ফেসবুক প্রোফাইল কনটেন্ট নির্মাতা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, শিক্ষামূলক কনটেন্ট বেশ জনপ্রিয়। টিউটরিয়াল, অজানা তথ্য বা কোনো বিষয়ে জ্ঞানমূলক ভিডিও বা পোস্ট খুব দ্রুত ভাইরাল হয়। কমেডি, ম্যাজিক, গান কিংবা ছোট নাটকের ভিডিও মানুষের নজরে আসে। এ ছাড়া লাইফস্টাইল ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন।
এ ফেসবুক প্রোফাইল কনটেন্ট নির্মাতা বলেন, আপনার প্রতিদিনের জীবনযাত্রা, ভ্রমণ বা কোনো মজার অভিজ্ঞতা শেয়ার করলে দর্শক সহজে সংযুক্ত হতে পারে। সুন্দর এডিটিং ও ভালো মানের রেজুলেশনের ভিডিও ও ছবি দর্শকদের আকর্ষণ করে থাকে। ঝাপসা বা দুর্বল মানের কনটেন্ট এড়িয়ে চলুন। বর্তমানে সামাজিক মাধ্যমে যা ট্রেন্ডে আছে, সে বিষয়ে কনটেন্ট তৈরি করতে পারলে দ্রুত ভিউ পাবেন।
আপনার মূল্যবান মতামত দিন: