কাপড় দিয়ে ল্যাপটপের ডিসপ্লে পরিষ্কার করছেন? ভুলে করবেন না এই কাজ
প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১০:২৪
আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১১:১৭

অফিস বা ঘরে প্রতিদিনের কাজে ল্যাপটপ এখন অপরিহার্য। তবে ব্যবহার করতে করতে স্ক্রিনে ধুলো, আঙুলের ছাপ ও দাগ জমতে শুরু করে। অনেকেই তাড়াহুড়ো করে টিস্যু, মোটা কাপড় বা পেপার টাওয়েল দিয়ে স্ক্রিন মুছে ফেলেন। কিন্তু এতে স্ক্রিনে স্থায়ী স্ক্র্যাচ পড়ে যেতে পারে, এমনকি ডিসপ্লে পর্যন্ত অকেজো হয়ে যেতে পারে। সঠিক পদ্ধতিতে স্ক্রিন পরিষ্কার করলেই কেবল আপনার প্রিয় ডিভাইস দীর্ঘদিন টেকসই থাকবে।
ল্যাপটপ পরিষ্কার করার সঠিক টিপস
ল্যাপটপ বন্ধ করুন ও আনপ্লাগ করুন
স্ক্রিন পরিষ্কার করার আগে ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন এবং পাওয়ার কেবল খুলে ফেলুন। এতে নিরাপত্তা বাড়বে এবং স্ক্রিনে জমে থাকা দাগও স্পষ্ট দেখা যাবে।
মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন
টিস্যু, পেপার টাওয়েল বা মোটা কাপড় দিয়ে স্ক্রিন মোছা উচিত নয়। এর পরিবর্তে পরিষ্কার ও শুকনো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে, যা বিশেষভাবে স্ক্রিন পরিষ্কারের জন্য তৈরি।
আলতো করে মুছুন
জোরে চাপ দিয়ে নয়, বরং হালকা হাতে এবং বৃত্তাকারভাবে মুছতে হবে। এতে ধুলো-ময়লা ও আঙুলের দাগ সহজেই সাফ হবে।
লিকুইড ক্লিনারের ব্যবহার
যদি দাগ শক্তভাবে লেগে থাকে, তবে স্ক্রিন ক্লিনিং সলিউশন ব্যবহার করুন। তবে সরাসরি স্ক্রিনে স্প্রে না করে মাইক্রোফাইবার কাপড়ে অল্প পরিমাণে স্প্রে করুন, তারপর আলতো করে মুছুন।
পাতিত পানির ব্যবহার
যদি ক্লিনিং সলিউশন না থাকে, তবে স্বল্প পরিমাণ ডিস্টিলড ওয়াটার ব্যবহার করা যেতে পারে। এটিও সরাসরি স্ক্রিনে না দিয়ে কাপড়ে স্প্রে করতে হবে।
নিয়মিত পরিষ্কার রাখুন
সপ্তাহে অন্তত একবার ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করলে দাগ ও ধুলা জমবে না। এতে ল্যাপটপ সবসময় ঝকঝকে থাকবে।
বিশেষজ্ঞদের পরামর্শ
অযথা কাপড় বা টিস্যু দিয়ে স্ক্রিন মোছা থেকে বিরত থাকুন। এতে ডিসপ্লে স্থায়ী ক্ষতির মুখে পড়তে পারে। নিরাপদ পদ্ধতি ব্যবহার করলে ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতোই থাকবে।
ডিএম/রিয়া
আপনার মূল্যবান মতামত দিন: