শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২

১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তপোক্ত ফোন আনছে রিয়েলমি


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১১:০৮

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১১:৪৪

ছবি সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান! স্মার্টফোন বাজারে আলোড়ন তুলতে চলেছে রিয়েলমি। সংস্থাটি এ বছরের শুরুতে ১০ হাজার এমএএইচ ব্যাটারি-সহ একটি কনসেপ্ট ফোন দেখিয়েছিল। এবার তারা ঘোষণা করেছে, আরও বড় ব্যাটারির নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। যদিও মডেলের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ফোনটিতে থাকবে উন্নত ফাস্ট চার্জিং সুবিধা।

রিয়েলমির দেওয়া এক টিজার অনুযায়ী, নতুন এই ফোনটি ২৭ আগস্ট বাজারে আসছে। টিজারে লেখা হয়েছে—ব্যাটারি হবে “১x০০০mAh”। এখানে “x”-এর অর্থ স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে ক্ষমতা হবে অন্তত ১০,০০০ এমএএইচ বা তারও বেশি।

বড় ব্যাটারি, দ্রুত চার্জিং

কোম্পানির আরেক পোস্টে লেখা হয়েছে—“৩২০ ওয়াট ফাস্ট চার্জিং থেকে শুরু করে ১০,০০০mAh ব্যাটারি পর্যন্ত… এবার কি আসছে?”। অর্থাৎ, আসন্ন ফোনটিতে শুধু বড় ব্যাটারিই নয়, চার্জিং প্রযুক্তিতেও আসবে বিপ্লব।

আগের অভিজ্ঞতা

চলতি বছরের এপ্রিল মাসে চীনে লঞ্চ হয়েছিল রিয়েলমি GT 7 সিরিজ, যেখানে ব্যাটারি ছিল ৭,২০০ এমএএইচ। ভারতীয় সংস্করণে সেই ব্যাটারি কমিয়ে ৭,০০০ এমএএইচ করা হয়। আবার মে মাসে সংস্থাটি উন্মোচন করেছিল ১০,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩২০ ওয়াট ফাস্ট চার্জিং-সমৃদ্ধ কনসেপ্ট ফোন। মাত্র ৮.৫ মিমি পাতলা ও প্রায় ২০০ গ্রাম ওজনের সেই ডিভাইসে ছিল আধা-স্বচ্ছ ব্যাকপ্যানেল এবং বিশেষ ‘মিনি ডায়মন্ড’ আর্কিটেকচার, যা বিশাল ব্যাটারিকে সহজেই বসাতে সক্ষম হয়েছিল।

সামনে কী অপেক্ষা করছে?

সব মিলিয়ে, নতুন রিয়েলমি ফোন হতে চলেছে এক অনন্য উদাহরণ—যেখানে থাকবে স্মার্টফোন দুনিয়ার সবচেয়ে বড় ব্যাটারিগুলোর একটি এবং সর্বাধুনিক চার্জিং প্রযুক্তি। এখন নজর সবার রিয়েলমির লঞ্চ ইভেন্টের দিকেই।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top