ফেসবুকে আয় করছেন? এই ভুলে আয়ের পথ সীমিত হতে পারে
 প্রকাশিত: 
 ২৪ আগস্ট ২০২৫ ০৯:৪৮
 আপডেট:
 ২৪ আগস্ট ২০২৫ ১৫:১২
                                ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, এটি আয়ের অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও, রিলস কিংবা আর্টিকেলের মাধ্যমে এখান থেকে আয় করছেন।
তবে অনেক সময় কিছু সাধারণ ভুল বা নীতিমালা ভঙ্গের কারণে ফেসবুক আপনার আয় সীমিত করে দিতে পারে, এমনকি সম্পূর্ণ বন্ধও করে দিতে পারে। তাই নিয়মগুলো না জানার কারণে যারা কনটেন্ট তৈরি করছেন, তাদের জন্য বিপদ ঘনিয়ে আসতে পারে।
ফেসবুকে আয়ের সুযোগ হারানোর কারণসমূহ
কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা
ঘৃণা, সহিংসতা, মিথ্যা তথ্য, যৌনবিষয়ক কনটেন্ট বা বিভ্রান্তিকর পোস্ট দিলে ফেসবুক মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে।
কপিরাইট লঙ্ঘন
অন্যের ভিডিও, ছবি বা গান অনুমতি ছাড়া ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসবে। কয়েকবার এ সমস্যা হলে আয় স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
অরিজিনাল কনটেন্টের অভাব
শুধুমাত্র রিশেয়ার বা রিপোস্ট করা কনটেন্টে ফেসবুক মনিটাইজেশন দেয় না। ইউনিক ও মৌলিক কনটেন্ট জরুরি।
নীতিমালা অনুযায়ী যোগ্যতা পূরণ না করা
১০,০০০ ফলোয়ার, নির্দিষ্ট ওয়াচ আওয়ার বা কনটেন্ট টাইপের শর্ত পূরণ না করলে আয়ের সুযোগ পাবেন না।
ভুয়া এনগেজমেন্ট ব্যবহার করা
ফলোয়ার কেনা, ভুয়া লাইক-কমেন্ট কিংবা বট ব্যবহার করলে ফেসবুক একাউন্ট সীমিত করে দিতে পারে।
বারবার কমিউনিটি গাইডলাইন ও কনটেন্ট মনিটাইজেশন পলিসি ভঙ্গ
নিয়ম ভাঙতে থাকলে কেবল একটি ভিডিও নয়, পুরো পেজ বা প্রোফাইলের আয়ের পথ বন্ধ হয়ে যায়।
দেশভিত্তিক সীমাবদ্ধতা
সব দেশে ফেসবুক মনিটাইজেশন চালু নেই। তাই অযোগ্য লোকেশন ব্যবহার করলে আয়ের সুবিধা মিলবে না।
তাই ফেসবুক থেকে আয় করতে চাইলে অবশ্যই অরিজিনাল কনটেন্ট তৈরি করতে হবে, নীতিমালা মেনে চলতে হবে এবং কপিরাইট এড়িয়ে চলতে হবে। নইলে একদিন হঠাৎ করেই আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে।
ডিএম/রিয়া

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: