যেভাবে জি-মেইলে ভিডিও কল করবেন
 প্রকাশিত: 
 ৬ এপ্রিল ২০২২ ১৮:১৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৯
                                অনেক ক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। করোনাকালে মিটিং, ক্লাস, আড্ডা দেওয়ার অন্যতম মাধ্যম ছিল অনলাইন ভিডিও কল। এক্ষেত্রে জুমসহ গুগল মিটিং ছিল ভরসা। তবে ভিডিও কল কিংবা মিটিংয়ের জনপ্রিয়তা বিবেচনা করে বিশেষ এই ফিচার নিয়ে এসছিল জি-মেইল।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে জি-মেইলে ভিডিও কল করতে পারবেন-
১. এজন্য প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
২.মিট সেকশন থেকে নিউ মিটিং-এ ক্লিক করুন।
৩. লিঙ্ক বা ইমেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।
৪.মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
৫.মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।
যদি অন্য কারো আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে-
১. প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
২.নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিঙ্কে ক্লিক করুন।
৩.মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
৪.মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।
ডিএম/তাজা/২০২২
সূত্র: গুগল ডটকম

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: