গরুর মাংসে আল্লাহু লেখা
প্রকাশিত:
২৯ মে ২০২১ ১৬:৫৫
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২৩:৩৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গরুর মাংসে একটি টুকরোতে আল্লাহু লেখা ভেসে উঠেছে। শুক্রবার (২৮ মে) রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নূর মোহাম্মদ মিয়ার ভাড়াটিয়া আবুল হোসেন ঘরে এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা আল্লাহু লেখা মাংসগুলো একনজর দেখার জন্য ভিড় করে।
আবুল হোসেন জানান, তিনি সিএনজিচালক, তার স্ত্রী আরিফা বেগম গার্মেন্টস কর্মী। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। সকালে এলাকার স্থানীয় রব কসাইয়ের দোকান থেকে আধা কেজি গুরুর মাংস কিনে আনেন। এরপর সে মাংস রাতে রান্না করে খাবারের সময় এক টুকরোতে আল্লাহ লেখা ভেসে উঠে। বিষয়টি তিনি তাৎক্ষনিক আশপাশের লোকজনদের জানান। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা যায়, মাংসে আল্লাহ লেখা একনজর দেখতে উৎসুক নারী পুরুষ ওই বাড়িতে ভিড় করতে থাকে। কেউ মোবাইলে ছবি তুলছেন আবার কেউ ধরে দেখতে চাইছেন।
বাড়িওয়ালা নুর মোহাম্মদ জানান, এতো মানুষ রাত ১০টায় কিভাবে খবর পেয়েছে বুজতে পারছি না। বাড়ি ও বাড়ির সড়কে শত শত নারী পুরুষ ভিড় জমেছে। বাড়িতে প্রবেশ করতে মানা করেও কাউকে ঠেকাতে পারছি না। মাংসের টুকরোটি একনজর দেখবেই।
আপনার মূল্যবান মতামত দিন: