নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৩:৫০
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৪:০০

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আবু তালেব উপজেলার একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে কৃষক আবু তালেব তার নিজের ধানের জমিতে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবু তালেব দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন এবং নিজ জমিতে কৃষিকাজ শুরু করেন। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। কিছুদিন আগে বাড়িতে এসেছেন। তার এমন হঠাৎ মৃত্যুতে আমরা শোকাহত।
আপনার মূল্যবান মতামত দিন: