সোমবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


শাহবাগে বাসে আগুন


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩ ১৫:০৭

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:২২

ছবি-সংগৃহীত

রাজধানীর শাহবাগে তরঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হয়।

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দশম দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। এ দফার অবরোধ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top