সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


টিনের ঘরে আগুন, শিশু সন্তানসহ বাবা-মা দগ্ধ


প্রকাশিত:
২৯ মে ২০২১ ১৭:০৭

আপডেট:
২৯ মে ২০২১ ১৭:৩১

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও দুই বছরের ছেলে সন্তান মো. মোসালিন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। পরে দেখেন ওই বাসার ভেতর আগুন জ্বলছে। সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিল। আর তাদের শিশু সন্তানটি রুমের ভেতরেই ছিল। শিশুটিকে উদ্ধার করে সবাইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মাদপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিভে যায়। আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত হয়।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবনীর ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top