মেরুল বাড্ডায় ব্র্যাক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত:
১ জুলাই ২০২৫ ১৩:১৮
আপডেট:
১ জুলাই ২০২৫ ১৮:০৬

রাজধানীর মেরুল বাড্ডার একটি ভবন থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
নিহত আসাদুজ্জামান ধ্রুব (২৫) বরিশালের কাউনিয়া উপজেলার বাসিন্দা শামসুজ্জামান বাবুলের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার সুবাদে রাজধানীর মেরুল বাড্ডার একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন তিনি।
ধ্রুবর চাচা মো. সাদিকুর রহমান বলেন, তার ভাই ও ভাবি বরিশালে থাকেন। সোমবার বিকালে ধ্রুবকে কয়েকবার ফোন করলেও তিনি তা ধরেনি। পরে ধ্রুবর মা আমাকে ফোন করে জানান, তারাও ছেলেও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তখন আমি রাতেই ধ্রুবর বাসায় যাই। দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়া পাই না। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানালে আমরা বাড্ডা থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায়, ধ্রুব সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বাড্ডা থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ধ্রুবকে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: