বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


মুগদায় দুই বাসের চিপায় পড়ে প্রাণ গেল রেলকর্মীর


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ১৬:২৭

আপডেট:
২৩ জুলাই ২০২৫ ২৩:১৬

ছবি সংগৃহীত

রাজধানীর মুগদায় দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আতাউর রহমান (৪৮) নামের এক রেলকর্মী। বুধবার (২৩ জুলাই) সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতাউর রহমান মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের কমলাপুর স্টেশনে এস এস ফিডার (বিদ্যুৎ সরবরাহ) বিভাগে চাকরি করতেন।

নিহতের ছেলে তাসিন আহমেদ বলেন, বাবা প্রতিদিনের মতো আজ সকালেও কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছিলেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুটি চলন্ত বাসের মাঝে চাপা পড়েন তিনি। এতে তার শরীর গুরুতরভাবে থেঁতলে যায়।

দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানা পুলিশকে জানানো হয়েছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top