শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১১:৩২

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৯:৩২

ছবি সংগৃহীত

প্রতিদিন রাজধানীতে কোন না কোন কর্মসূচি থাকেই। আজ্ও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার কর্মসূচি

রাজধানীর পরিবেশগত উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে আয়োজিত ‘ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়েলফেয়ার অব দ্য ক্যাপিটাল: টুওয়ার্ডস আ সাস্টেইনেবল ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কর্মসূচি

রাজধানীর গাবতলী বীজ ভবনে বেলা ১১টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দুপুর ১২টায় ‘আইসিটি অলিম্পিয়াড নরসিংদী-২০২৫’-এর উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির কর্মসূচি

সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা

জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সকাল সাড়ে ১০টায় ‘সামাজিক সুরক্ষা কতটা সু-রক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বইয়ের প্রকাশনা উৎসব

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বেলা ১১টায় ‘তারেক রহমানের রাজনীতি: গণ-অভ্যুত্থানের সাবলিমিটি’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

উপজেলা বিএনপির কাউন্সিল

চকরিয়া কলেজ প্রাঙ্গণে বিকাল ৩টায় উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top