শনিবার, ১লা নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২


জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণা : জাহিদুল ইসলাম


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫ ১৮:১৩

আপডেট:
১ নভেম্বর ২০২৫ ২১:৫২

ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেও আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল। এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে- যারা আমাদের ছাত্রদের ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে, তাদের গণহত্যার বিচার করা। পাশাপাশি রাষ্ট্রের দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা প্রতিষ্ঠানগুলোর গুণগত সংস্কার করা এবং এমন একটি নির্বাচন আয়োজন করা যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, গণহত্যার বিচারে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা ধীরগতির। এখনো কোনো দৃশ্যমান রায় হয়নি। আমরা আশা করি সরকার দ্রুত সে বিষয়ে পদক্ষেপ নেবে। একই সঙ্গে জুলাই সনদের মাধ্যমে যে সংস্কারের ঐক্যমত গঠিত হয়েছিল, তা বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করলেও আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে অনেকেই টালবাহানা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

শিবির সভাপতি বলেন, দীর্ঘ আলোচনার পর একটি সনদে স্বাক্ষর করে পরে আইনি ভিত্তি না দেওয়ার চেষ্টা করা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। আমরা আশা করি সরকার দ্রুত জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে এবং গণভোটের আয়োজন করবে। গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে ও তা স্থায়িত্ব লাভ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এবং সাবেক ছাত্রশিবিরের নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top