শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ঢাকায় কাব স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ০১:৪৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:৪৭

ছবি সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কাব স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন-এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন/ইবতেদায়ী মাদ্রাসায় কাব স্কাউটিং সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা মহানগরীর সকল কাব স্কাউট দলের প্রায় ৯০০ জন কাব স্কাউট ইউনিট লিডার ও গ্রুপ সভাপতি (শিক্ষা প্রতিষ্ঠান প্রধান), সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার ও সহকারী থানা শিক্ষা অফিসারের অংশগ্রহণে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের সভাপতি মো. শহীদুল ইসলাম, উডব্যাজার-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খান।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পিইডিপি-৪ দিলীপ কুমার বণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (গার্ল ইন স্কাউট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কে এম সাইদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটনের কমিশনার ও রাজউকের জোন-৭ এর পরিচালক (উপসচিব) মো. মমিন উদ্দিন, জাতীয় কমিশনার, জাতীয় উপ-কমিশনার, প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার, সম্পাদক, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক, বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ, শিক্ষা পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ঢাকা মেট্রোপলিটন স্কাউটস এর আওতাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, কাব লিডার ও কাব বন্ধুরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের সম্পাদক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় কাব স্কাউটিং সম্প্রসারণে ভিশন-২০২৪ বাস্তবায়নে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ উত্তোরণে করণীয় সম্পর্কে আলোচনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৭ এর পরিচালক (উপসচিব) মো. মমিন উদ্দিন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- কাব স্কাউট তহবিলের পৃথক ব্যাংক হিসাব খোলা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পরিচালনা করা, স্লিপের অনুদান থেকে নীতিমালা অনুযায়ী কাব স্কাউটের খরচ বহন করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ জন করে শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা, প্রয়োজনীয় কাব দল গঠন, নিয়মিত গ্রুপ কমিটির সভা আয়োজন ও কাব স্কাউটিং বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটিতে আলোচনা করা, গ্রুপ কমিটির সভায় বার্ষিক কর্মপরিকল্পনা, বাজেট, আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা, ক্লাস রুটিনে সাপ্তাহিক প্যাক মিটিংয়ের সময় অন্তর্ভুক্ত করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যালয় পরিদর্শনকালে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কাব স্কাউটিং কার্যক্রম পর্যবেক্ষণ করা ইত্যাদি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top