শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ব্যবসায়ী সমিতির বনভোজন


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০২:৩৩

ছবি সংগৃহিত

উত্তরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

কিরণ চন্দ দাশের সভাপতিত্বে বনভোজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাদবর মো. আলাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে উপস্থিক ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের জেনারেল ম্যানেজার ও হেড অফ এসি জাহিদুল ইসলাম।

বনভোজনে যমুনা ইলেকট্রনিকসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ উত্তরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বিজনেস কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম।

যমুনা ইলেক্ট্রনিক্সের এসির জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম অনুষ্ঠানে বলেন, যমুনা ইলেকট্রনিক্স, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার প্রস্তুতকারক। যমুনা এসি বাংলাদেশের সেরা এসি, এতে রয়েছে ডুয়েল ইনভার্টার যা ডাবল বিদ্যুৎ সাশ্রয় করে এবং ৪৫% দ্রুত শীতল করে। আমরা যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে ব্যবসা করার একটি দারুণ সুযোগ করে দিচ্ছি। খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে ডিলারশিপ ব্যবসা করতে পারবেন।

যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলের সাথে ব্যবসায়ীক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক ডিলারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top