শুক্রবার, ৯ই জুন ২০২৩, ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০


রমজানের প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ১০০ কোটি ছাড়াল


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৩ ১১:৫৬

আপডেট:
৯ জুন ২০২৩ ০৩:০৫

ছবি সংগৃহিত

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় রমজানের প্রথম কর্মদিবস আজ সোমবার (২৭ মার্চ) নতুন সূচিতে পুঁজিবাজারের লেনদেনে শুরু হয়েছে।

শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্যে দিয়ে এদিন দেশের উভয় পুঁজিবাজারে সকাল ১০টায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে ১১ পয়েন্ট।

এই সময়ে আগের দিনগুলোর মতোই আজও ডিএসইতে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ফ্লোর প্রাইসে। লেনদেন হওয়া বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৪৯টির। দাম বাড়ায় তুলনায় দাম কমার পরিমাণ সমান থাকায় ডিএসইতে প্রথম ঘণ্টায় ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টায় ডিএসইতে মোট ১ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৬৮৬টি শেয়ার কেনা বেচা হয়েছে। সেখান থেকে ডিএসইর লেনদেন হয়েছে ১০৯ কোটি ৩৮ লাখ ২২ হাজার টাকা।

এই সময়ে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৬ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ হাজার ২২০ পয়েন্ট দাঁড়িয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৫১৯ টাকা। সিএসইর প্রধান সূচক ১১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৮৫ পয়েন্ট বেড়েছে।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১৭টির আর অপরিবর্তিতে রয়েছে ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top