বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩ ০১:০৪
আপডেট:
৫ মে ২০২৫ ১৮:০৯

২০২৩ সালের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা সফলভাবে সম্পন্ন করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বিজিসিবি)।
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩, রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক অর্জন, ভবিষ্যত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ ব্যাংকের কাঙ্ক্ষিত অর্জনের জন্য আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখা ব্যববস্থাপকগণ আলোচনায় অংশ নেন। সভা শেষে “কাসা ক্যাম্পেইন ২০২৩” এর সেরা তিনজন পারফর্মার এর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: