সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে ১৫ হাজার ডলার


প্রকাশিত:
১২ মে ২০২৫ ১৮:১৮

আপডেট:
১২ মে ২০২৫ ২২:০৮

ছবি সংগৃহীত

বিদেশে চিকিৎসার জন্য এখন থেকে বাংলাদেশিরা আগের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বা ডলার নিতে পারবেন। এখন থেকে চিকিৎসার জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার।

সোমবার ( ১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে, অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে। তবে এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত নগদ (নোট আকারে) নিতে পারবেন।

এ বিষয় বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে ভিসা জটিলতার কারণে এখন অনেকেই চিকিৎসার জন্য অন্যান্য দেশে যেতে বাধ্য হচ্ছেন, যেখানে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি। নতুন এই সীমা বাড়ানোর ফলে গ্রাহকরা বাড়তি ডলার পাওয়ার সুবিধা পাবেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আলাদা করে আবেদন করতে হবে না— যা সময় ও ঝামেলা উভয়ই কমাবে। ফলে নতুন এই সিদ্ধান্তে বিদেশে চিকিৎসার জন্য যাওয়া রোগী ও তাদের পরিবারের কিছুটা স্বস্তি আসবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top