রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৫ই শ্রাবণ ১৪৩২


দুর্নীতিতে দণ্ডিত কাস্টমস কর্মকর্তা পুনর্বহাল, বিভাগীয় শাস্তির মুখোমুখি


প্রকাশিত:
২০ জুলাই ২০২৫ ১৬:৩৭

আপডেট:
২০ জুলাই ২০২৫ ১৯:৫২

ছবি সংগৃহীত

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ও কারাবাসের পর বরখাস্ত হওয়া চট্টগ্রামের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে তার বিরুদ্ধে ‘বেতন বৃদ্ধি স্থগিতকরণ’ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে রোববার (২০ জুলাই) এসব তথ্য জানা গেছে।

আদেশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা একটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে ১ মাস ১০ দিন কারাভোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পাবলিক সার্ভেন্টস (ডিসমিশাল অন কনভিকশন) অধ্যাদেশ ১৯৮৫ এর বিধি অনুযায়ী তাকে ২০১২ সালের ২৯ জানুয়ারি সাময়িক বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে একই বিধিমালার আওতায় তাকে ৯ মে পূর্ণ বরখাস্ত করা হয়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করেন এবং আদালত ২০২১ সালের ১৪ মার্চে দেওয়া রায়ে তার কারাদণ্ড বাতিল করে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। যা তিনি পরিশোধ করেন। আদালতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২(২) ধারা অনুযায়ী তাকে পুনর্বহাল করে বিভাগীয় দণ্ড হিসেবে ২৯ জানুয়ারি ২০১২ হতে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সময়কালের জন্য বেতন বৃদ্ধি স্থগিতকরণের আদেশ দেওয়া হয়েছে।

২০১০ সালের ২৯ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন শিবলী কাস্টমস কর্মকর্তা দেলোয়ার হোসেনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়। দেলোয়ার হোসেন সম্পদের হিসাব জমা না দেওয়ায় ২০১১ সালের মে মাসে দুদকের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় দেলোয়ার হোসেন ছাড়াও তার স্ত্রী ও ছেলেকে আসামি করা হয়েছিল। এ মামলার পর দুদকের আইনি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন দেলোয়ার।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top