মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


চট্টগ্রাম বন্দরে রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে ৩৯৭ কোটি টাকা


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৩:১৬

আপডেট:
২৯ জুলাই ২০২৫ ২১:৫৯

ছবি সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৩৯৭ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল ৪ হাজার ৮৩০ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫ হাজার ২২৭ কোটি টাকা। রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২২ শতাংশ।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে খরচ হয়েছে ২১১৪ কোটি ও ২৩১৪ কোটি টাকা। আলোচ্য বছরগুলোতে রাজস্ব উদ্বৃত্ত আয় ছিল যথাক্রমে ২৭১৫ কোটি টাকা ও ২৯১২ কোটি টাকা।

গত ৫ বছরে সরকারি কোষাগারে বেসরকারি খাত ৭ হাজার ২০৩ কোটি টাকা দিয়েছে। যার মধ্যে করপোরেট কর ৩ হাজার ৫৯ কোটি টাকা, সিপিএ আয়ের ওপর ভ্যাট ২ হাজার ৫৬৪ কোটি টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট ৫৯৯ কোটি টাকা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর ৪৩৮ কোটি টাকা ও নন ট্যাক্স রেভিনিউ ৫৪০ কোটি টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top